ব্যাডমিন্টন কোচদের স্পন্সর করছে কাওয়াসাকি
ব্যাডমিন্টন কোচদের স্পন্সর করছে জাপানের ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান কাওয়াসাকি। আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে কোচদের হাতে ক্রীড়া সামগ্রী (ব্যাগ, র্যাকেট, কেডস, টি-শার্ট) তুলে দেন প্রবীন সংগঠক মোজাফ্ফর হোসেন পল্টু, বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি কেএম শহীদুল্লাহ, এনএসসির কর্মকর্তা তাসলিমা নাসরিন, ভাস্তিকা ট্রেডার্সের চেয়ারম্যান ও ফেডারেশনের সদস্য ওহিদুজ্জামান রাজু।
আটজন কোচ হলেন, চট্টগ্রামের নিখিল চন্দ্র ধর, ফেনীর আবদুল হান্নান, দিনাজপুরের আরেফিন আহমেদ অভি, ঢাকার রাজীব আহমেদ, মোংলার মিলন সরদার, নোয়াখালীর আলমগীর হোসেন, সিলেটের সিব্বির আহমেদ ও যশোরের এজাজুর রহমান তুষার।
কাওয়াসাকি বাংলাদেশে খেলোয়াড়দের স্পন্সর করে আসছে ২০১০ সাল থেকে। এবারই তারা প্রথম কোচদেরও স্পন্সর করল। এ ব্যাপারে কোচ নিখিল চন্দ্র ধর বলেন, ‘চট্টগ্রাম থেকে প্রথম যখন ঢাকায় খেলতে আসি, তখন আমাদের কোনো টি শার্ট ছিল না। যখন লিগ খেলতে আসি তখন একটা টি-শাটের লোভে আসি। এখন অবস্থা বদলেছে।’