ব্রাজিলের আক্ষেপের রাতে ইতালির দারুণ কীর্তি
কোয়ারেন্টিন ইস্যুতে তুলকালাম লেগে স্থগিত হয়ে গেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচ শুরুর পাঁচ মিনিট পর মাঠ ছেড়ে যান খেলোয়াড়েরা। ব্রাজিলের এই আক্ষেপের দিনে প্রতিপক্ষের মাঠে দারুণ কীর্তি গড়েছে ইতালি। ব্রাজিল ও স্পেনকে টপকে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ইতালি। এ নিয়ে ৩৬ ম্যাচে অপরাজিত ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রোববার রাতে অবশ্য জিততে পারেনি ইতালি। সুইজারল্যান্ডের বাসেলে বিশ্বকাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের সুজারল্যান্ড ও ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
এই ড্রয়ের মধ্যে দিয়েই রেকর্ড গড়েছে ইতালি। টপকে গেছে ব্রাজিল ও স্পেনকে। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ব্রাজিল। এরপর ২০০৭ থেকে ২০০৯ সময়ে সে রেকর্ড স্পর্শ করে স্পেন। এবার দুদলকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত দল এখন ইতালি।
তবে, ছন্দে থাকা ইতালি ড্র করায় পয়েন্ট হারিয়েছে। কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রথম তিন ম্যাচে জয়ের পর এই নিয়ে টানা দুটি ড্র করল মানচিনির দল। এর আগে গত সপ্তাহে বুলগেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল ইতালি। অন্যদিকে, প্রথম দুই রাউন্ডে জয়ের পর প্রথম ড্রয়ের মুখ দেখল সুইজারল্যান্ড।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বুলগেরিয়া। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন নর্দার্ন আয়ারল্যান্ড। আর, লিথুয়ানিয়ার পয়েন্ট শূন্য। পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা।