ব্রাজিলের পেনাল্টি মিস করা রদ্রিগো ক্ষমা চাইলেন
ব্রাজিলের হারে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন যে ব্যক্তি, তাঁর নাম রদ্রিগো। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম টাইব্রেকার শটটি মিস করেছিলেন তিনি। তাতে ফেবারিট ব্রাজিল পিছিয়ে পড়েছিল, আর ঘুরে দাঁড়াতে পারেনি। উদীয়মান খেলোয়াড় রদ্রিগো নিজের ব্যর্থতা ভুলতে পারছেন না। তাই সতীর্থ ও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রদ্রিগো বলেছেন, ‘আমি দুঃখিত। নিঃসন্দেহে এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। আমি যখন শটটি মিস করলাম, তখন মনে হয়েছিল স্বর্গ থেকে মুহূর্তেই নরকে নেমে এলাম। এখন পর্যন্তও উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। আমি জানি সবকিছু সময়ের সঙ্গে চলে যাবে। তবে আমি জানি না, কীভাবে এই কষ্ট ভুলে ফিরে আসবো। যদি আসি তাহলে অনেক শক্তিশালী হয়েই আসবো।’
রদ্রিগো ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘যাঁরা আমাদের উৎসাহ দিয়েছেন এবং আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি অকৃতজ্ঞ হওয়ার জন্য আমি দুঃখিত। আমি নিজেকে প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এমন হতে হলো, কেন শেষটা এমন হলো? আশা করছি পরবর্তীতে আপনাদের হতাশ হতে হবে না।’
গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরে টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো। এছাড়াও শট মিস করেছিলেন ডিফেন্ডার মার্কুইনহোস। তাতে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।