ব্রাজিলের বিশ্বকাপ জার্সি প্রকাশ
কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে আরও বেশ কিছুদিন বাকি। আগামী নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। এই আসরকে সামনে দলগুলো তাদের জার্সি প্রকাশ করতে শুরু করেছে। পাঁচবাবের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের জার্সি প্রকাশ করেছে।
নেইমার-জেসুসরা যে জার্সি পরে কাতারের মাঠ মাতাবেন, তা প্রকাশ করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা নাইকি তৈরি করেছে এই জার্সি।
ব্রাজিলের হোম জার্সি হলুদ, শুধু নকশাতে কিছু পরিবর্তন হয়েছে। দ্বিতীয় জার্সি নীল রঙের। জার্সির বাহুর দিকে হলুদ ও সবুজের ছোঁয়া থাকছে।
ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে (হলুদ ও সবুজ) জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে জাগুয়ারের প্রতিকৃতি। আগামী ১৫ সেপ্টেম্বর জার্সি বাজারে ছাড়বে নাইকি।
এবারের জার্সিটিকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে এবার তাদের জার্সিতে চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেওয়া হয়েছে।