ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন যারা
ফুটবল বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রিয় দলের তারকাকে মাঠে দেখতে মুখিয়ে ভক্তরা। বিশ্বজুড়ে থাকা ব্রাজিল সমর্থকরাও মুখিয়ে আছেন হেক্সা মিশনে সেলেসাওদের মাঠ মাতাতে দেখার জন্য।
এই উত্তেজনার পালে হাওয়া দিয়ে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এক সময়ের অন্যতম ভরসা মার্সেলো নেই ২৬ জনের দলে। জায়গা হয়নি ফিলিপে কুতিনহো, রবার্ত ফিরমেনোদের। অবশ্য চোটের কারণে খেলা হচ্ছে না কুতিনহোর। আর জায়গা পাননি ফিরমেনো।
১৩ নভেম্বরের মধ্যে সব বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর দল ঘোষণা করতে হবে। এক সপ্তাহ হাতে রেখে কাজটি সেরে ফেললেন ব্রাজিল কোচ তিতে। ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যে আস্থা রাখতে চান তিতে, দল দেখে এমনটিই মনে হচ্ছে। ২৬ জনের দলে ১৬ জনই প্রথমবার বিশ্বকাপের বিমান ধরবেন।
দলের ৯ জন ফরোয়ার্ডের দিকে তাকালে বোঝা যায় তিতে ছক কষছেন আক্রমণাত্মক ফুটবলের। সাম্বার ছন্দে বিশ্ব মাতাতে প্রস্তুত তিনি।
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। দেশটির আটটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে ৩২টি দল। বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। একদিন পর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ব্রাজিলের মিশন শুরু ২৫ নভেম্বর। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, এদেরসন, ওয়েভেরতন
ডিফেন্ডার : দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, গ্লেইসন বেহেমা।
মিডফিল্ডার : কাসেমিরো, ফাবিনিয়ো, ব্রুনো গিমারেস, ফ্রেদ, লুকাস পাকেতা, এভেরতন রিবেইরো, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড : নেইমার, ভিনিসিউস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, আন্তোনি, রাফিনিয়া, রিশার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, পেদ্রো।