ব্রাজিলের ভিনিসিউস হতে পারেন সেরা তারকা
ফুটবল ইতিহাসে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নের খ্যাতি রয়েছে শুধু ব্রাজিলের। কাতার বিশ্বকাপে দলের হয়ে খেলবেন নেইমার, গাব্রিয়েল জেসুস, দানি আলভেস, পেদ্রোসহ একাধিক তারকা খেলোয়াড়। এর বাইরে দলের সেরা তারকা হয়ে জ্বলে উঠতে পারেন ভিনিসিউস জুনিয়র।
২২ বছর বয়সী ফুটবলার ভিনিসিউস জুনিয়রের জন্মস্থান ব্রাজিলের সাও গোনসালো। জন্মেছিলেন গরিব পরিবারের সন্তান হিসেবে। তবে সে প্রতিবন্ধকতা আটকাতে পারেনি তারকা হওয়ার খ্যাতি থেকে। চাচাদের সহায়তা নিয়ে বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে খেলাটা আয়ত্ত করে নিয়েছিলেন শৈশবেই। ফ্লামেঙ্গোর হয়ে ফুটসালের একটি প্রতিযোগিতায় খেলতে গেলে ভিনিসিউসের প্রতিভা দেখে অবাক হয়েছিলেন সকলে। তবে ফুটসালে না থেকে ফুটবল দিয়েই যাত্রা শুরু করেন রাজার বেশে।
বিপক্ষ দলের ত্রাস হিসেবে পরিচিত ভিনিসিউস বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। সাধারণত বাম প্রান্ত দিয়ে বিপক্ষ দলের গোল সীমানায় আক্রমণে যান ভিনিসিউস। তবে প্রয়োজনে ডান কিংবা মধ্যভাগ দিয়েও আক্রমণ করেন তিনি। কাতার বিশ্বকাপে সেলেসাওদের অন্যতম সেরা তারকা হিসেবে জ্বলে উঠতে পারেন ভিনিসিইউস। ব্রাজিল দলের তারকা হিসেবে অনেকেই নেইমারকে দেখে থাকেন। তবে নতুন তারকা হিসেবে সে জায়গা ভিনিসিইউস অনায়াসেই পুরণ করতে পারেন।
কাতার বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এছাড়া ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।