ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপার লড়াই শুরু
সব অপেক্ষার পালা শেষ। কোপা আমেরিকার শেষ্ঠাত্বের লড়াইয়ে মাঠে নেমেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানায় ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
শিরোপা যুদ্ধে সেমফাইনালের অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই মাঠে নেমেছে ব্রাজিল। এমনকি তাদের বদলি ফুটবলারের তালিকাও অপরিবর্তিত। তবে শুরুর একাদশে ব্যাপক পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।
প্রথম একাদশে একসঙ্গে পাঁচটি বদল এনেছে লিওনেল স্কালোনির দল। রিজার্ভ বেঞ্চে পাঠানো হয়েছে জেল্লা, গঞ্জালেজ, মলিনা, ট্যাগলিয়াফিকো ও রদ্রিগেজকে। প্রথম একাদশে ঢুকেছেন আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।
এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। যে মাঠে দুদলের লড়াই হয়েছে, গেল আসরে এই মাঠেই কোপার মুকুট পরেছিল ব্রাজিল। সেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার। এই মারাকানাতেই ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। একই মাঠে মেসিরা কেঁদেছিল গেল আসরেও। সেবার স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা।
তবে এবারের সুপার ক্ল্যাসিকোতে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তর আজকেই মিলবে।
ব্রাজিলের প্রথম একাদশ
এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকিনহোস, ক্যাসোমিরো, রিচার্লিসন, ফ্রেড, নেইমার, রেনান লোদি, লুকাস পাকুয়েতা ও এভার্টন।
আর্জেন্তিনার প্রথম একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, ডি'পল, মেসি, ওতামেন্দি, লো সেলসো, মার্টিনেজ এল, আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও ডি মারিয়া।