ব্রাজিল রক্ষণকে সতর্ক থাকার বার্তা সাবেক তারকার
এবারের বিশ্বকাপে ছোট দল, বড় দলের পার্থক্য খুব একটা নেই। সামর্থ্যের সবটুকু দিয়ে তুলনামূলক ছোট দলগুলো তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। আজ শেষ ষোলোতে ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ মুহূর্তে পর্তুগালকে হারিয়ে নক আউট নিশ্চিত করে কোরিয়ানরা। অথচ তাদের বিদায় প্রায় নিশ্চিত ছিল।
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার টোস্টাও সতর্ক করলেন ব্রাজিলকে। তার মতে, ব্রাজিলের রক্ষণভাগের চরম পরীক্ষা নেবে দক্ষিণ কোরিয়া। কেনো এমন আশঙ্কা, সেটিও খোলাসা করলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
টোস্টাও বলেন, "ছোট দলগুলো নক আউটের মঞ্চে একটি কৌশল সাজায়। প্রথমে ৮/৯ জন মিলে জটলা তৈরি করে বিপক্ষের আক্রমণ ঠেকায়, এর পরে পাল্টা আক্রমণে যায়। তারা তখন প্রচুর গতিশীল খেলা খেলে। গ্রুপ পর্বে জাপান, কোরিয়ার খেলা দেখলে আপনি পরিষ্কার হবেন।"
এমনটা হলে সত্যিই বিপদে পড়তে পারে ব্রাজিল। চোটের কারণে মার্কুইনহোস অনিশ্চিত। নেই অ্যালেক্স স্যান্দ্রো। তবে চোট কাটিয়ে ফিরতে পারেন দানিলো। তাই পূর্বসূরিদের কথা মাথায় রেখে তিতেকে সতর্ক থাকতেই হবে। কারণ, এখানে পা হড়কালেই শেষ!