ব্রিসবেনে ইতিহাস গড়ে র্যাঙ্কিংয়েও উন্নতি ভারতের
ব্রিসবেন টেস্ট জিতে ভারত শুধু ইতিহাসই গড়েনি, তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেছে। সে সঙ্গে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অসিদের পেছনে ফেলে দিয়েছে তারা।
ভারত আইসিসির টিম ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে দুই নম্বরে উঠে গেছে। কদিন আগেই অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিউজিল্যান্ড। এবার ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে যায় অস্ট্রেলিয়া।
ব্রিসবেন টেস্টে জয়ের পর ভারতের রেটিং পয়েন্ট ১১৭.৬৫। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩। এক নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮.৪৪। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলে নিউজিল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে আসতে পারে ভারত। ইংল্যান্ড আপাতত ১০৬ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিং তালিকার চার নম্বরে আছে।
আর ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তলানিতে, নবম স্থানে।