বড়দিনের ছুটি শেষে নিজেদের উজাড় করে দিতে চান রোনালদো
বছরের শেষ ম্যাচটা ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসের। নিজেদের মাঠে সিরি আ-তে নিচের সারির দল ফিওরেন্তিনার কাছে মৌসুমের প্রথম হার দেখল তুরিনের ক্লাবটি। অমন হারের পর সমর্থক উদ্দেশে বিশেষ বার্তায় রোনালদো জানিয়েছেন, ফিওরেন্তিনার বিপক্ষে ব্যর্থতা নিয়ে কোনো অজুহাত দিতে চাননা তিনি। বরং নতুন বছরে নিজেদের উজাড় করে দেওয়ার আশ্বাস দিলেন পর্তুগিজ তারকা।
সিরি আ-তে গত মঙ্গলবার রাতে ফিওরেন্তিনার কাছে ৩-০ গোলে হেরেছে জুভেন্টাস। দীর্ঘ ১২ বছর পর ফিওরেন্তিনার কাছে হারল জুভেন্টাস।
ওইদিন ম্যাচ শেষে দলের অন্যতম ফরোয়ার্ড রোনালদো ও অধিনায়ক লিওনার্দো বোনুচ্চির মনোযোগ নিয়ে প্রশ্ন তোলেন কোচ আন্দ্রেয়া পিরলো। পরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ওই হারের দায় নেন বোনুচ্ছি। এবার ওই হার নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুললেন রোনালদো।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এক স্ট্যাটাসে রোনালদো লিখেছেন, ‘গতকাল (মঙ্গলবার) বাজে পারফরম্যান্স ও গ্রহণযোগ্যতার ধারেকাছে নয়। এই ফল নিয়ে আমরা ২০২০ সাল শেষ করেছি। বছরটি বিভিন্ন কারণে বিশেষ-দর্শকশূন্য স্টেডিয়াম, কোভিড সুরক্ষা, খেলা পিছিয়ে যাওয়া, দীর্ঘ সময়ের বিরতি এবং ঠাসা সূচি। তবে এসব কোনো অজুহাত নয়। আমরা জানি, আরও ভালো খেলাতে ও আরও ধারাবাহিকভাবে জিততে। নিজেদের আরও উজাড় করে দিতে হবে। আমরা জুভেন্টাস! মাঠে আমরা দুর্দান্ত পারফরম্যান্স ছাড়া অন্য কিছু গ্রহণ করি না।’
বড় দিনের ছুটি শেষে মাঠে শক্তিশালী জুভেন্টাসকে দেখা যাবে বলে জানালেন রোনালদো, ‘আশা করি, ছোটো এই বিরতি সব সময়ের চেয়ে আমাদের আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে ফিরতে সহায়তা করবে। কারণ মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি এবং আমরা বিশ্বাস করি আবারও আমরা সমর্থকদের সঙ্গে উদযাপন করতে পারব।’