বড় জয়ে ছন্দে ফিরল বার্সেলোনা
লা লিগায় নতুন মৌসুমের শুরুটা মোটেই ভালো হয়নি বার্সেলোনার। প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু হয়েছিল মৌসুম। তবে দ্বিতীয় ম্যাচে এসেই সেই ক্ষততে প্রলেপ দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় ম্যাচেই বড় জয় নিয়ে ছন্দে ফিরেছে জাভি এরনান্দেসের দল।
লা লিগায় গতকাল রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এটি চলতি মৌসুমে কাতালান ক্লাবটির প্রথম জয়।
দলের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্দোস্কি। একটি করে গোল করেছেন আনসু ফাতি ও উসমান দেম্বেলে।
এদিন ম্যাচের শুরুতেই নিজের ৩৪তম জন্মদিন গোলে রাঙান লেভান্দোস্কি। ছয় গজ ডি বক্সের মুখ থেকে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে দলকে লিড এনে দেন পোলিশ স্ট্রাইকার। লা লিগায় এটিই তাঁর প্রথম গোল।
যদিও এগিয়ে যাওয়ার আনন্দ ষষ্ঠ মিনিটেই শেষ হয়ে যায় বার্সার। ষষ্ঠ মিনিটেই রিয়াল সোসিয়েদাদকে সমতায় ফেরান আলেক্সান্দার ইসাক।
তবে তাতে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। বিরতির পর তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সা। দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন দেম্বেলে। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন লেভান্দোস্কি। আর শেষ গোলটি করেন ফাতি। ৭৯তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ফাতি। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
চলতি লিগে ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভিয়ারিয়াল। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।