বড় লক্ষ্যের জন্য ছুটছে জিম্বাবুয়ে
টেস্ট ও ওয়ানডেতে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তাই টি-টোয়েন্টি সিরিজ জিততে মুখিয়ে আছে স্বাগতিকেরা। সিরিজ জয়ের লক্ষ্যে আজ রোববার শেষ টি-টোয়েন্টিতে বেশ আগ্রাসী মেজাজে শুরু করেছে জিম্বাবুয়ে। শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন রেজিস চাকাভা ও মাধাভেরে। অবশ চাকাভাকে ফিরিয়ে দিয়েছেন সৌম্য সরকার। ২২ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নিয়েছেন চাকাভা। এরপর আরো তিনটি উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৮৫ রান।
সবকিছু ঠিক থাকলে আজ রোববার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এখন আজকের ম্যাচটি হলো সিরিজ জয়ের মিশন। সেই লক্ষ্যে হারারের স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
আজ জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টির শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। হারলেই হাতছাড়া হবে টি-টোয়ন্টি সিরিজ।
চলমান জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার দেখে বাংলাদেশ। বাজে ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে বাংলাদেশ।
তাই তিন ম্যাচের সিরিজে আজ শেষটি হবে শিরোপা নির্ধারণী। সিরিজ জয়ের জন্যই লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কখনও হারেনি বাংলাদেশ। আগের পাঁচ সিরিজের দুটিতে জিতেছে লাল-সবুজরা, অন্য তিনটি ড্র হয়েছে।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।