ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল কোচ
ফুটবলে এমন রাত নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ। একের পর এক জিতে যখন লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে কিছুটা ব্যবধান কমছিল, ঠিক তখনই জিরোনার বিপক্ষে বড় ধাক্কা খেল রিয়াল। জিরোনার কাছে এমন হার দুঃস্বপ্নেও ভাবেননি ভক্তরা। তাইতো ভক্তদের কাছে এমন হারের জন্য ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া রিয়াল এবার ভুগল আরেকটি হতাশায়। গতকাল রাতে লা লিগায় জিরোনার মাঠে ৪-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। জিরোনার হয়ে সবগুলো গোলই করেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল নিউইয়র্ক এফসি থেকে ধারে খেলতে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস।
এমন হারের পর ব্রিবত রিয়াল কোচ আনচেলত্তি। হারের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, ‘এই ম্যাচ রিয়াল মাদ্রিদকে ফুটিয়ে তুলতে পারছে না। আমরা ক্ষমাপ্রার্থী, তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমি বুঝতেছি যে, আপনদের কষ্ট হচ্ছে। এমনকি আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে। তবে সমর্থকরা জানেন যে, কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে আমরা ঘুরে দাঁড়াব। আমাদের দ্রুত জেগে উঠতে হবে, কারণ এখনও অনেক কিছু পাওয়ার আছে। আমরা জেগে উঠব।’
হারের কারণ ব্যাখ্যা করে কোচ বলেছেন, ‘এমন পরাজয় মেনে নেওয়া সহজ নয়। এটিও ব্যতিক্রম নয়। এই হার মেনে নেওয়া কঠিন, তবে ব্যাখ্যা করা সহজ। রক্ষণের দিক থেকে বাজে একটি ম্যাচ ছিল এটি। ওদের পাল্টা আক্রমণের সামনে আমরা রক্ষণে যথেষ্ট ভালো ছিলাম না। এটিই হারের মূল কারণ। সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই আমরা গোল হজম করিনি। কিন্তু এই ম্যাচে আমাদের জালে চারটি গোল ঢুকেছে, কারণ রক্ষণে নিবেদনে ঘাটতি ছিল।’