ভাগ্যকে তো বদলাতে হতোই, স্বস্তির জয় নিয়ে বললেন রোহিত
আইপিএলে কখনো এত বাজে সময় পার করেনি মুম্বাই ইন্ডিয়ানস। প্রতি আসরে আধিপত্য রাখা দলটি এবার সবার আগেই বিদায় নিচ্ছে। এক কথায়, টুর্নামেন্টে থেকে তাদের বিদায় এখন নিশ্চিত। বাকি ম্যাচগুলোতে তেমন কিছু চাওয়া–পাওয়ার আর কিছু নেই তাদের। তবুও জয় পাওয়া কতটা স্বস্তির সেটাই দেখা গেল মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার।
গতকাল শুক্রবার গুজরাটকে হারানোর পর অনেকটা স্বস্তিই ফুটে উঠল রোহিতের মুখে। জানালেন, ভাগ্যকে কখনো না কখনো তো বদলাতে হতোই।
টানা ব্যর্থতায় আটকে থাকা দলটি কাল গুজরাট টাইটানসের বিপক্ষে তুলে নিয়েছে অবিশ্বাস্য জয়। গত রাতে গুজরাট টাইটানসকে ৫ রানে হারিয়েছে মুম্বাই। তবে জয়টা বেশ নাটকীয় ছিল। কারণ শেষ ওভার পর্যন্ত ম্যাচ ছিল গুজরাটের দখলে।
শেষ ছয় বলে জিততে গুজরাটের দরকার ছিল ৯ রান। উইকেটে ছিলেন ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়ার মতো দুজন ব্যাটার। স্বাভাবিকভাবে জয় তখন স্রেফ সময়ের ব্যাপার ছিল গুজরাটের। কিন্তু এক ওভারে দারুণ বোলিং করে শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দেন ড্যানিয়েল স্যামস।
এবারের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে জিতে রোহিত বললেন,‘শেষ দিকে খুব চাপ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারায় খুব খুশি। ভাগ্যকে কোনো না কোনো দিন তো বদলাতেই হতোই। সবার প্রশংসা প্রাপ্য। আমরা ১৫-২০ রান কম করেছিলাম। ওরা ভাল বল করেছিল। টিম ডেভিড আমাদের শেষটা ভাল করেছে।’
বোলারদের কৃতিত্ব দিয়ে অধিনায়ক আরো বলেন,‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কিন্তু নিজেদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলাম। বোলাররা ভাল বল করেছে। মন্থর বল করলে খেলতে সমস্যা হচ্ছিল। ঠিক সময়ে আমরা উইকেট পেয়েছি।’
রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল রান দেন স্যামস। তৃতীয় বলে দুই রান নেওয়ার চেষ্টায় রান আউট হন তেওয়াতিয়া। চতুর্থ বলেও সুযোগ তৈরি হয়। তবে সেটা নিতে পারেননি স্যামস। শেষ দিকে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৬। সেটাও নিতে পারলেন না মিলার। স্যামসের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় তুলে নেয় মুম্বাই।