‘ভাগ, ভাগ, ভাগ, বাঘ এলো, বাঘ এলো’ সাকিবকে নিয়ে কলকাতার ভিডিও
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির অন্যতম সেরা তারকা তিনি। যথেষ্ট ভালোই খেলেছেন তিনি। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে তাই তাঁকে ‘বাংলার বাঘ’ বলে ডাকা হচ্ছে।
সাকিবকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। ২৯ সেকেন্ডের ভিডির ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে— ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগ ভাগ ভাগ, বাঘ এলো, বাঘ এলো।’ ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও এমনটি ছন্দ ছিল।
করোনার কারণে ভারতে মাটিতে আইপিএলের চর্তুদশ আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব।
চর্তুদশ আসরের জন্য হওয়া নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট নেন তিনি। পারফরম্যান্স খারাপ থাকায় পরের চার ম্যাচে একাদশের বাইরে ছিলেন সাকিব।
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।