ভারতকে নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না সাকিব
১৫ বছর জয় নেই। আক্ষেপ ঘুচিয়ে এক আসরে এখন জোড়া জয়। 'বি' গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ, সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে ভারত। বুধবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। দর্শকের প্রত্যাশার চাপ একটু বেশিই। আলাদাভাবে তা নিয়ে ভাবছেন না অধিনায়ক সাকিব আল হাসান।
"ভারতের সঙ্গে খেলা থাকলে আমাদের দর্শকদের একটা চাওয়া থাকে। আমরা চেষ্টা করব ভালো একটি ম্যাচ উপহার দিতে। তবে ভারতকে নিয়ে আলাদা কিছু ভাবছি না। যেমনটা বিশ্বকাপ শুরুর আগে বলেছি, আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট প্রতিপক্ষ, নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে ভাবার আসলে সুযোগ নেই"- এভাবেই প্রশ্নের জবাব দিলেন সাকিব।
ভারত ম্যাচের মাঠ অ্যাডিলেড ওভালে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। সেই দলের সাকিব ও তাসকিন আছেন বর্তমান দলে। পুরনো স্মৃতি প্রেরণা দেবে কি-না জানতে চাইলে সাকিব বলেন, " ভালো স্মৃতি অবশ্যই অনুপ্রেরণা দেয়। ওই দলের আমি আর তাসকিন আছি শুধু। ভালো কিছু হোক, সেটিই চাই।"
সাকিব নির্ভার থাকতে চাইলেও ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই চাপে রাখে প্রতিপক্ষকে। বাংলাদেশও কি অলক্ষ্য চাপে ভোগে না? অধিনায়ক বলছেন, এমন কোনো ব্যাপার নেই। ম্যাচের মূহুর্তগুলো উপভোগ করতে চান তিনি।
সাত বছর আগের স্মৃতি আর চলতি আসরের সুখ মিলিয়ে ম্যাচ বের করে আনতে পারলে, সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বড় দল ভারতের বিপক্ষে কঠিন হলেও আত্মবিশ্বাসী টাইগারদের নিয়ে স্বপ্নের বীজ বোনাই যায়।