ভারতকে হারিয়ে সিরিজে ফিরল শ্রীলঙ্কা
১৩৩ রানের ছোট লক্ষ্য। তাড়া করতে নেমে মন্থর উইকেটে ভুগেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও। তবুও জয়ের নাগাল পেতে কষ্ট হয়নি লঙ্কানদের। ধনাঞ্জয়া ডি সিলভার দায়িত্বশীল ইনিংসে দুই বল হাতে রেখেই ভারতকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকেরা।
গতকাল বুধবার রাতে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। দলকে জেতানো ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডি সিলভা।
ম্যাচটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার। কিন্তু ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হলে একদিন পিছিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আট ভারতীয় ক্রিকেটারকে রাখা হয় কোয়ারেন্টাইনে। তাই অনেকটা দুর্বল নিয়েই মাঠে নামতে হয় ভারতকে।
সিরিজের জয়ের মিশনে নেমে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৩২ রান তোলে ভারত। সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শেখর ধাওয়ান। ২৯ রান করেন পাড্ডিকাল। বাকিদের সবাইকেই স্লো উইকেটে বেশ ভুগতে হয়। বেশিরভারগই ২০-এর ঘর পার হতে পারেননি।
জবাবে এই ছোট লক্ষ্য তাড়া করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শ্রীলঙ্কাকেও। তবে ডি সিলভার কল্যানে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা। আজ বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৩২/৫ (রুতুরাজ ২১, ধাওয়ান ৪০, পাডিক্কেল ২৯, স্যামসন ৭, নিতিশ ৯, ভুবনেশ্বর ১৩*, সাইনি ১*; চামিরা ৪-০-২৩-১, চামিকা ১-০-৬-০, আকিলা ৪-০-২৯-২, উদানা ১-০-৭-০, হাসারাঙ্গা ৪-০-৩০-১, শানাকা ২-০-১৪-১, রমেশ ২-০-৯-০, ধনাঞ্জয়া ২-০-১৩-০)।
শ্রীলঙ্কা: ১৯.৪ ওভারে ১৩৩/৬ (আভিশকা ১১, মিনোদ ৩৬, সামারাবিক্রমা ৮, শানাকা ৩, ধনাঞ্জয়া ৪০*, হাসারাঙ্গা ১৫, রমেশ ২, চামিকা ১২*; ভুবনেশ্বর ৪-০-২১-১, সাকারিয়া ৩.৪-০-৩৪-১, বরুণ ৪-০-১৮-১, চাহার ৪-০-২৭-১, কুলদিপ ৪-০-৩০-২)।
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা।
ম্যান অব দ্য ম্যাচ: ধনাঞ্জয়া ডি সলভা।