ভারতকে ৩৬ রানের বিপর্যয় ভুলে যেতে বললেন স্মিথ
অ্যাডিলেড টেস্ট দুঃস্বপ্নের মতো পার করেছে ভারত। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আট উইকেটে। দীর্ঘ ৪৬ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল। দুদিন বাদে মাঠে গড়াবে বক্সিং ডে টেস্ট। ওই ম্যাচকে সামনে রেখে ভারতীয় ব্যাটসম্যানদের বিপর্যয় ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ।
মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। মূল লড়াইয়ের আগে আজ বুধবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমে ভারতীয় ব্যাটসম্যানদের পরামর্শ দিলেন স্মিথ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী স্মিথ বলেন, ‘মাঝেমধ্যে এমন হয়। যা হয়েছে হয়ে গেছে। এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। যা হয়েছে এসব ভুলে এগিয়ে যেতে হবে। প্রত্যেকের মানসিকতা আলাদা হয়। সে কীভাবে আউটটাকে দেখছে বা কীভাবে খেলাটাকে দেখছে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি বলব, সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালো করে দেখ, কী করলে আরো ভালো হয়, সেটা বোঝার চেষ্টা করো।’
দ্বিতীয় টেস্ট থেকে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। সন্তানসম্ভবা স্ত্রী আনুশকার পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। দলের কঠিন সময়ে অধিনায়কের না থাকা নিয়ে অনেক কথা হচ্ছে ক্রিকেট মহলে। স্মিথ অবশ্য কোহলির পাশেই দাঁড়ালেন। অসি তারকা বলেন, ‘অনেক চাপের মধ্যে এই পিতৃত্বের ছুটি নিতে হয়েছে কোহলিকে। থেকে যাওয়ার জন্য ওকে নিশ্চয়ই বলা হয়েছিল। কিন্তু সেই চাপ সামলে সে যে নিজের সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে এজন্য তাকে কৃতিত্ব দিতে হবে। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে কোহলির ব্যাটিংটা দেখলেই ওর দক্ষতা বোঝা যায়। শেষ তিনটি টেস্টে তার না থাকাটা ভারতের কাছে খুব বড় ধাক্কা।’