ভারতীয় ওয়ানডে দলে শাহবাজ আহমেদ
চোটে আক্রান্ত ওয়াশিংটন সুন্দর জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন। তাঁর জায়গায় বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ভারতীয় দলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিসিসিআই এই ঘোষণা দিয়েছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, ইংল্যান্ডে রয়্যাল লন্ডন কাপ খেলার সময় কাঁধে চোট পাওয়ায় ওয়াশিংটন জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়েন।
২৭ বছর বয়সী অলরাউন্ডার শাহবাজ আহমেদ ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ৪৭.২৮ গড়ে ৬৬২ রান করেছেন এবং ৪.৪৩ ইকোনমিতে ২৪ উইকেট নিয়েছেন। শাহবাজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নিয়মিত সদস্য ছিলেন।
জিম্বাবুয়েতে ভারতের অভিযান শুরু হবে ১৮ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাবে।
ভারতীয় দল : কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও শাহবাজ আহমেদ।