ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তরুণীর
ভক্তের সেলফির আবদার না মেটানোয় ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। যার জেরে আটজনকে অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। এর রেশ না কাটতেই ওই ঘটনায় অভিযুক্ত তরুণী স্বপ্না গিল গুরুতর অভিযোগ তুললেন ভারতীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে মুম্বাইয়ে। ব্যবসায়ী বন্ধু আশীষ যাদবকে নিয়ে খেতে বের হয়েছিলেন পৃথ্বী। হোটেলে প্রবেশের আগেই এক ভক্ত তার কাছে সেলফি তোলার আবদার করে। তার অনুরোধ রক্ষা করে একবার সেলফি তোলেন পৃথ্বী।
এরপর আরও সেলফি তুলতে চাইলে রাজি হননি ২৩ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার। এই নিয়ে পৃথ্বীর বিরুদ্ধে অসদারচরণের অভিযোগ করেন ওই ব্যক্তি। হোটেল ম্যানেজারের হস্তক্ষেপে তখন সেই লোকটিকে সরিয়ে দেওয়া হয়।
খাওয়া-দাওয়া শেষে পৃথ্বী শ ও তার বন্ধু বাহিরে এসে দেখে, বেশ কয়েকজন বেসবল হাতে দাঁড়িয়ে রয়েছে। তারা গাড়িতে উঠলে ওই লোকগুলো বেসবলের আঘাতে গাড়ির উইন্ডশিল ভেঙে ফেলেন। অবস্থা বেগতিক দেখে আরেকটি গাড়িতে ওঠে বসেন পৃথ্বী। তার বন্ধু যাদব গাড়ি চালিয়ে চলে যান।
লিখিত অভিযোগে বলা হয়, তিনটি মোটরসাইকেল ও একটি সাদা রঙের গাড়িতে করে আট ব্যক্তি যাদবকে অনুসরণ করে। একটি পেট্রোলপাম্পের কাছে গাড়ি মোড় নিতে গেলে যাদবের গাড়িতে আক্রমণ করেন তারা। হামলা থেকে বাঁচতে গাড়ি নিয়ে ওশিয়ারা থানায় ঢুকে যান যাদব।
যাদব জানায়, ঝামেলা মিটিয়ে ফেলতে ৫০ হাজার রুপী দাবি করেছিলেন একজন। নয়তো পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়েরের হুমকিও দেয় তারা। এই ঘটনায় স্বপ্না গিল নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করে পুলিশ।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে আদালতে স্বপ্না জানায়, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। উল্টো পৃথ্বী আমার বুকে ও হাতে মেরেছেন। আঘাত করার পর তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন। একইসঙ্গে তিনি পুলিশের কাছে অভিযোগ না করার জন্য আমাকে নগদ ৫০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেন। পৃথ্বী মদ্যপ অবস্থায় থানার সামনে দাঁড়িয়ে ছিল। আমরা তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে, উল্টো আমাদের গ্রেপ্তার করা হয়।’
যদিও এইসময় পৃথ্বীর সঙ্গে সেলফি তোলার বিষয়টি অস্বীকার করেন স্বপ্না। তিনি জানান, ‘আমি তাকে চিনি না। কখনো কোথাও দেখিনি। তাই তাকে একবারও সেলফি তোলার জন্য অনুরোধ করিনি।’
পৃথ্বি ও ওই তরুণীর বাদানুবাদ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্বপ্নার হাতে একটি ব্যাট দেখা গেছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বপ্নাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।