ভারতের দুঃসময়ে মুস্তাফিজের দলের বড় অনুদান
ভারতে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে এক দিনে সাড়ে তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ভারতে এক দিনে ৩ লাখ ৭৯ হাজার ২৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়। ভারতে আগে কখনো এক দিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি। শুধু তাই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি।
এমন দুঃসময়ে করোনা মোকাবিলায় দেশটির পাশে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের দলটি মোটা অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, মালিক ও দলের অন্য সদস্যরা মিলে সাড়ে ৭ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ টাকা অনুদান দিয়েছেন।
ভারতে অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করায় দেশটির পাশে দাঁড়ান চলমান আইপিএলে খেলা প্যাট কামিন্স। হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার জন্য ৫০ হাজার ডলার দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা।
করোনায় বিধ্বস্ত ভারতের পাশে আরও দাঁড়ালেন সাবেক অসি কিংবদন্তি ব্রেট লি। সাবেক এই অস্ট্রেলীয় পেসার ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লাখ রুপি অনুদান দিয়েছেন অক্সিজেন কেনার জন্য।
এক টুইট বার্তায় ব্রেট লি লিখেছেন, ‘ভারত আমার দ্বিতীয় ঘর। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও স্নেহ আমি পেশাদার জীবনে পেয়েছি, তা অভাবনীয়। এই মহামারিতে ভারতের মানুষের যন্ত্রণায় আমি ব্যথিত। তাই দেশটির হাসপাতালগুলোতে যেন অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে, তা চাই আমি।’