ভারতের বাইরেই হবে আইপিএল, জানিয়ে দিলেন সৌরভ
করোনার প্রকোপে মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর। নতুন করে কবে শুরু হবে বা কোথায় হবে—এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আইপিএল না হলে বিসিসিআইয়ের বিশাল আর্থিক ক্ষতি হবে। এই ক্ষতি সামাল দিতে হলেও টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে হবে। এখন কোথায় হবে আইপিএলের বাকি অংশ, সেটা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়।
আইপিএল বন্ধ হওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার মধ্যে ভারতে হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাহলে বিদেশের মাটিতেই হতে পারে পরের ম্যাচগুলো। এবার বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীও জানিয়ে দিলেন ভারতের বাইরেই হবে ১৪তম আইপিএলের বাকি অংশ। তবে কোথায় আয়োজন হবে তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন ভারতে ক্রিকেট বোর্ডের সভাপতি প্রধান সৌরভ গাঙ্গুলি।
গত ৪ মে কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হলে স্থগিত করে দেওয়া হয় আইপিএলের চলতি আসর। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। তাই এবার যে আর ভারতে আইপিএল আয়োজন সম্ভব নয় জানালেন সৌরভ।
স্পোর্টসস্টার ম্যাগাজিনকে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আয়োজনে অনেক ঝামেলা আছে যেমন ১৪ দিনের কোয়ারেন্টিন ইত্যাদি। এখন এটা ভারতে সম্ভব না। এই কোয়ারেন্টিন সামলানো খুব কঠিন। আর কীভাবে আইপিএলের জন্য স্লট বের করব এটা এত তাড়াতাড়ি বলতে পারছি না।’
এদিকে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের চারটি কাউন্টি ক্লাব—মিডলসেক্স, সারে, ওয়ারউইকশায়ার ও ল্যাঙ্কাশায়ার। তবে এ ব্যাপারে নিজেদের মধ্যে এখনো বিসিসিআই আলাপ করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে নিজেদের আগ্রহের কথা এরই মধ্যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কে জানিয়েছে ক্লাবগুলো। ভেন্যু হিসেবে লর্ডস, ওভাল, এজবাস্টন এবং ওল্ড ট্র্যাফোর্ডের কথা উল্লেখ করেছে ক্লাবগুলো।
এর আগে আইপিএল দেশের বাইরে আয়োজন নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে বোর্ডের এক শীর্ষকর্তা কর্তা বলেন, ‘বিদেশেই বাকি আইপিএল হবে। কিছু কিছু অপশন নিয়ে বোর্ডে সবার মধ্যে আলোচনা হচ্ছে। বিসিসিআইকে কেবল এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।