ভারতের বিপক্ষে ওয়ানডেতে নেই অধিনায়ক তামিম
বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় দল। ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে।
সিরিজ শুরুর আগের দুঃসংবাদ টাইগার শিবিরে। কুঁচকির চোটে পড়ায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক তামিম ইকবাল।
সিরিজের আগে ঝালিয়ে নিতে নিজেরা ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে চোটে পড়েন তামিম। স্ক্যান করানোর পর জানা যায় তাঁর অবস্থা। বিসিবির মেডিকেল বিভাগ থেকে দুই সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে ওয়ানডে অধিনায়ককে।
চোট আছে তাসকিন আহমদেরও। শঙ্কা আছে তাকে ঘিরে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফর্মার তাসকিন তবুও আছেন স্কোয়াডে। দলে ডাক পেয়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম।
৪ ডিসেম্বরের পর দ্বিতীয় ওয়ানডে ৭ ডিসেম্বর। শেষ ম্যাচ ১০ তারিখে।
তামিমকে বাদ দিয়েই ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে লড়বে বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০১৫ সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত।
বাংলাদেশ স্কোয়াড (ওয়ানডে): লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।