ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ
বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। বাংলাদেশে যার আঁচ একটু বেশিই। যত যা-ই হোক, বাংলাদেশ মানে ক্রিকেট। মিরপুরের হোম অব ক্রিকেটে ফুটবলের ডামাডোলেই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। আজ রোববার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।
সাত বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে ভারত। ২০১৫-র সেই দলের অধিকাংশই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে ফিরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মার হাতে ফিরে এসেছে নেতৃত্ব। বাংলাদেশ দলের ভার লিটন দাসের ওপর।
চোট সমস্যায় বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে। চোট ছিনিয়ে নিলো তাসকিন আহমেদকেও। সাত বছর আগে ভারতের বিপক্ষে সিরিজে আনাড়ি এক তরুণ নজর কেড়েছে সবার। আনাড়ি মুস্তাফিজুর রহমান এখন পরিণত। তার হাতেই পেস বোলিংয়ের নেতৃত্ব। সঙ্গে পাচ্ছেন হাসান মাহমুদ, ইবাদত হোসেনদের।
টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, মুশফিককে নিয়ে সমালোচনা হলেও ওয়ানডেতে এখন দলের অন্যতম ভরসা তারা। সাকিব আল হাসান তো আছেনই। অধিনায়ক হিসেবে পূর্ণাঙ্গ একটি সিরিজের দায়িত্ব পালন করার আগে দলের এই তিন সিনিয়রের প্রতি সহযোগিতার আহবান জানালেন লিটন দাস। লিটন নিজেও কাটাচ্ছেন ভালো সময়। চলতি বছর ওয়ানডেতে ৬২.৫০ গড়ে করেছেন ৫০০ রান। তার দিকে আলাদা নজর থাকবে সবার।
ভারতীয় দলে অনেকেই আছেন, যাদের এটি প্রথমবার বাংলাদেশ সফর। পুরনোদের মাঝে রোহিত, কোহলিরা যেকোনো সময় হয়ে উঠতে পারে ভয়ংকর, তা সবাই জানে। অধিনায়ক রোহিত শর্মার মতে, "বাংলাদেশে প্রথম হলেও, গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলে ওরা অভ্যস্ত। আমি জানি ওরা চাপ সামলে সেরাটা উপহার দিতে পারবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও দর্শকের চাপ ছিল। দলের জন্য এটি একবারে নতুন অভিজ্ঞতা নয়।"
মিরপুরের পিচ সম্পর্কে লিটন দাস বলেন, "কন্ডিশন কেমন হবে জানি না। তবে ঘরের মাঠ, চেনা দর্শক আমাদের বাড়তি সুবিধা দেবে। তাছাড়া, ভারত এখন আর আমাদের ছোট করে দেখে না। পরিস্থিতির চাহিদা অনুযায়ী আশা করি আমরা ভালো কিছু উপহার দিতে পারব।"
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ) : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।
সম্ভাব্য একাদশ (ভারত) : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশভ প্যান্ট, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দিপক চাহার, মোহাম্মদ সিরাজ।