ভারতের ভবিষ্যৎ নেতার আলোচনায় পান্ডিয়া
১৫তম আইপিএলে সবচেয়ে চমক দেওয়া দলের নাম গুজরাট টাইটানস। যারা প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়নের মুকুট পরেছে। আর সেই দলটির হয়েই নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় ভালোভাবেই এখন আলোচনায় পান্ডিয়া। তাঁর মধ্যে ভারতের ভবিষ্যৎ নেতার গুণও দেখছেন অনেকে। যেমনটা দেখছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারও।
স্টার স্পোর্টসের এক আলোচনায় সুনিল গাভাস্কার বলেন, ‘অবশ্যই পান্ডিয়াকে নিয়ে শুধু আমার নয়,সবার ভাবনাই বদলে গেছে। তার খেলার এই দিকটি (নেতৃত্ব) নিয়ে কারও তেমন কোনো ধারণা ছিল বলে মনে হয় না। নেতৃত্বগুণ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক পর্যায়েও সম্ভাবনার দুয়ার খুলে দেয় এবং ভারতীয় দলের সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নাম উঠে আসে।’
পান্ডিয়ার নেতৃত্বগুণ নিয়ে সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘যেভাবে সে দলকে নেতৃত্ব দিয়েছে,দলকে যেভাবে এককাট্টা করেছে, যেভাবে উজ্জীবিত করে শিরোপা এনে দিয়েছে, এতেই পরিষ্কার যে তার নেতৃত্বগুণ আছে। এটা দারুণ রোমাঞ্চকর (ভারতীয় ক্রিকেটের জন্য)। আরও ৩-৪টি সম্ভাব্য নাম আছে। আমি বলছি না, সে (পান্ডিয়া) পরবর্তী অধিনায়ক হিসেবেই লাইনে আছে, তবে এমন বিকল্প থাকাটা বড় চমৎকার।’