ভারতের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা
করোনার প্রথম ঢেউয়ে খুব একটা আক্রান্ত হয়নি শ্রীলঙ্কা। অন্য দেশগুলোর তুলনায় বেশ নিরাপদেই ছিল তারা। সেই শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রভাব আচমকাই বেড়ে গেছে। এরই মধ্যে সে দেশের বহু মানুষের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে শোনা যাচ্ছে। তাই ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্পোর্টস ইনসাইডের খবরে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে চিন্তিত। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের।
অবশ্য জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। তাই শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ছিল তাদের। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়াদের।
অথচ করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ সফলভাবে আয়োজন করে সফল হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবার ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারেব কি না, তা নিয়েই চলছে যত আলোচনা।
যদি শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যায় ভারত, তাদের দ্বিতীয় দলের অধিনায়ক হতে পারেন শিখর ধাওয়ান।
এদিকে আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউথাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। তাই শ্রীলঙ্কায় দ্বিতীয় দল পাঠাতে চায় ভারত।