ভারত ছেড়ে মালদ্বীপে নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা টালমাটাল। দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এমন অবস্থায় মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর।
এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার। তাই তাঁরা পাড়ি দিয়েছেন মালদ্বীপে। কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার ও কাইল জেমিসনরা দিল্লি ছেড়ে চলে গেছেন। মালদ্বীপ থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যাবেন তাঁরা। দিল্লিতে ১০ মে পর্যন্ত থাকার কথা ছিল উইলিয়ামসনদের। সেখানকার করোনা পরিস্থিতির জন্য মালদ্বীপে চলে গেছেন তাঁরা।
ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, এই তিন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন ফিজিও টমি সিমসেক এবং ট্রেনার ক্রিস ডোনাল্ডসনও। তিন ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড যাবেন তাঁরাও।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উইলিয়ামসন ও নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটাররা দিল্লিতে করোনার জন্য সুরক্ষিত অনুভব করছিলেন না। সে জন্য মালদ্বীপে চলে গেছেন তাঁরা।’
আজ শনিবার সকালে জানা যায় নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সেইফার্ট করোনায় আক্রান্ত। তিনি আমদাবাদে রয়েছেন। চেন্নাইতে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানেই চিকিৎসা করা হবে তাঁর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন সেইফার্ট।