ভালো সময় আসবে, বিশ্বাস বার্সা কোচের
অনেক না পাওয়ার মৌসুম পেছনে ফেলে নতুন বছর নিয়ে বার্সেলোনার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। প্রস্তুতি পর্বেও মিলেছিল সেই আভাস। কিন্তু নতুন মৌসুম শুরু হলো পুরোনো তিক্ততায়। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেল কাতালান ক্লাবটি। তবে প্রথম ম্যাচের ধাক্কার পরও ভক্তদের ধৈর্য ধরতে বললেন বার্সা কোচ জাভি এরনান্দেস। তাঁর বিশ্বাস বার্সেলোনার ভালো সময় অবশ্যই আসবে।
শনিবার রাতে রায়ো ভাইয়েকানোর সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে। গোল অফসাইড হয়ে যাওয়ায় নামের প্রতি সুবিচার করতে পারলেন না বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় নাম লেখানো রবার্ট লেভান্দোস্কি। সবমিলিয়ে প্রথম ম্যাচেই চরম তিক্ত অভিজ্ঞতা হলো স্প্যানিশ ক্লাবটির।
লড়াই শেষে দাজন স্পোর্টসকে জাভি জানান, চাপ ও প্রত্যাশার কাছেই টলতে হয়েছে তাদের। বার্সা কোচ বলেছেন, ‘আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা আসলে যতদূর সম্ভব চেষ্টা করেছি। কিন্তু জালের ঠিকানা পাইনি। আমাদের কার্যকারিতা হয়তো ঠিক ছিল না। কিংবা চাপ ও প্রত্যাশা কাছে নিচু হতে হয়েছে আমাদের।’
এরপর জাভি বলেছেন, ‘রায়ো জানত কীভাবে নীচে নেমে রক্ষণ সামলাতে হয় এবং তারা অসাধারণ শৃঙ্খলায় নিজের কৌশলে অটুট থেকে। তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, প্রক্রিয়া ধরে রাখতে হবে। ভালো সময় অবশ্যই আসবে।’