ভিয়ারিয়ালের মাঠে বায়ার্নের অঘটন
দাপুটে ফুটবল উপহার দিয়ে গেল কয়েক মৌসুমেই দারুণ সময় কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। এবার সেই বায়ার্নই কি না ভিয়ারিয়ালের মাঠে জালের দেখা পেল না! অনেকটা অবিশ্বাস্য হলেও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে গেল রাতে এমনটাই হয়েছে। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল ভিয়ারিয়াল।
গতকাল বুধরাব রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ছয় বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। দলের হয়ে ব্যবধান গড়া গোলটি করেন দানজুমা।
প্রতিপক্ষের মাঠে কাল বল দখল ও আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল বায়ার্ন। কিন্তু, কোনোভাবেই লক্ষ্যভেদ করতে পারেনি। উল্টো ম্যাচের অষ্টম মিনিটেই গোল খেয়ে বসে জার্মান চ্যাম্পিয়নেরা।
অষ্টম মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে পাস বাড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। এরপর দানিয়েল পারেহোর শটে ছয় গজ বক্সে পা ছুঁয়ে দিয়ে ঠিকানা খুঁজে নেন দানজুমা। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিয়ারিয়ালের মাঠ।
বাকি সময় শুধু এ ব্যবধান ধরে রেখেই খেলেছে ভিয়ারিয়াল। রক্ষণে জোর দিয়ে বায়ার্নকে গোল দিতে দেয়নি তারা। ফলে শেষ পর্যন্ত হারের ক্ষত নিয়েই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ করল জার্মানির ক্লাবটি। ২০১৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে হারল বায়ার্ন। আগামী মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে ফিরতি লেগে ফের ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।