ভিয়ারিয়ালের স্বপ্ন ভেঙে ফাইনালে লিভারপুল
ঘরের মাঠে দুই দফা এগিয়ে গিয়ে লিভারপুলের মনে ভয়ে ধরিয়ে দিয়েছিল লিভারপুল। কিন্তু, বিরতির পর নিজেদের গতি ধরে রাখতে পারল না দলটি। ঘুরে দাঁড়িয়ে তিন গোল দিয়ে দারুণ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখল লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে গতকাল মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে অ্যানফিল্ডেও জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকেট পেল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
এদিন ম্যাচে বল দখল ও আক্রমণে লিভারপুল আধিপত্য রাখলেও শুরু গোলের দেখা পেয়ে যায় ভিয়ারিয়াল। তৃতীয় মিনিটে বক্সের মুখে বল পেয়ে ঠিকানায় পাঠিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান সেনেগালের ফরোয়ার্ড দিয়া।
এরপর বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ভিয়ারিয়াল। ডান দিকে প্রতিপক্ষের বাধা টপকে বাড়ানো ক্রস ধরে হেডে গোলটি করেন তিনি।
দুই গোল করে ফেললে স্কোরলাইন দুই লেগ মিলে হয় ২-২। তাতে দারুণ কিছু করার আশা জাগে ভিয়ারিয়ালের। কিন্তু, শেষ দিকে সে আশাকে মাড়িয়ে জয় তুলে নিল লিভারপুর। পরপর তিন বার ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়ে জয়ের হাসি হাসল অতিথিরা। তিন গোল করার ত্রাতা হলেন—ফাবিনিয়ো, দিয়াস ও সাদিও মানে।
আরেক সেমিফাইনালে আজ দিনগত রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে লিভারপুলের বিপক্ষে। আগামী ২৮ মে হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।