ভিয়ারিয়ালের হুমকি এড়িয়ে ফাইনালের পথে লিভারপুল
বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছিল ভিয়ারিয়াল। হুমকি দিয়েছিল সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষেও এমন চমক দেখাবার।
সে লক্ষ্যে বিরতির আগে বেশ লড়াইও করেছিল তারা। তবে, শেষ পর্যন্ত আর লড়াইয়ে টিকে থাকতে পারেনি। ভিয়ারিয়ালের হুমকির দেয়াল ভেঙে জয় তুলে নিয়েছে লিভারপুল।
সেমিফাইনালের প্রথম লেগে গতকাল বুধবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দুই গোলের মধ্যে একটি ছিল প্রতিপক্ষের আত্মঘাতী গোল। আরকেটি করেন সাদিও মানে। দুটি গোলই আসে বিরতির পর।
অ্যানফিল্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডান দিক থেকে শট নেন জর্ডান হেন্ডারসন। ঠেকাতে গিয়ে পা বাড়ান পেরভিস এস্তুপিনান। কিন্তু, তাঁর পায়ে বল লেগে তা আরও উঁচুতে উঠে গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে যায় জালে। ফলে লিড পেয়ে যায় লিভারপুল।
এর দুই মিনিট পর ডি-বক্সের মুখ থেকে ডিফেন্ডার পাও তরেসেরে পায়ের ফাঁক দিয়ে পাস বাড়ান সালাহ। সেখান থেকে দারুণ ছোঁয়ায় বল ঠিকানায় পাঠান সাদিও মানে। ওই ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত অ্যানফিল্ডে জয়ের হাসি হাসে লিভারপুল।
এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল। আগামী মঙ্গলবার ভিয়ারিয়ালের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাতে বড় ব্যবধানে জয় না পেলে বিদায় নিতে হবে উনাই এমেরির দলকে।