ভ্যাকসিন না নেওয়ায় কানাডিয়ান ওপেন মিস করবেন জকোভিচ
আগামী ৫-১৪ আগস্ট মন্ট্রিলে অনুষ্ঠিত হবে কানাডিয়ান ওপেন। ভ্যাকসিন না নেওয়ার কারণে এই আসরে খেলবেন না নোভাক জকোভিচ।
স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, জকোভিচ এখনো করোনার টিকা দেননি। টিকা না দিলে কানাডায় যাওয়া প্রত্যেক বিদেশিকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়।
গত সপ্তাহে জকোভিচ টুইট করে জানিয়েছিলেন, তিনি আত্মবিশ্বাসী ইউএস ওপেনে খেলতে। আসরটি নিউ ইয়র্কে ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
কিন্তু যুক্তরাষ্ট্রে যেতে হলে করোনাভাইরাসের টিকা দিতে হবে। তাই বিশ্বের অন্যতম সেরা এই তারকার আসরে অংশ নেওয়া অনিশ্চিত।
জকোভিচ বারবার বলেছেন, তিনি করোনাভাইরাসের টিকা দেবেন না।
জকোভিচের কোচ গোরান ইভানেসিক এ ব্যাপারে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কোনো আশা নেই। আমি বিশ্বাস করি না টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিয়ম পরিবর্তন করবে তারা। আপনি যদি টিকা পান তবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।’
কানাডা বা যুক্তরাষ্ট্রে খেলতে না পারলে জকোভিচ সম্ভবত সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ায় ডেভিস কাপ খেলতে যাবেন।