মজার সময় পার করছে ক্রিকেটাররা : লিটন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন অভূতপূর্ব দৃশ্যের অবতারণ হলো। সন্ধ্যা ছুঁই ছুঁই, আলো-আঁধারিতে প্রকৃতির অপার সৌন্দর্যমাখা সবুজ ভূমি সিলেটে বৃষ্টি পড়ছে। বাসন্তী হাওয়ায় ব্যাপারটা মন ভালো করে দিতে পারতো। কিন্তু, বাংলাদেশের সমর্থকরা তাতে বেজার।
গতকাল সোমবার (২০ মার্চ) সন্ধ্যার একটু আগে বাংলাদেশ দল যে ইতিহাস গড়ল, এরপর এমন বৃষ্টি সবার মনকে বিষণ্ন করে তুলেছে। এক ম্যাচে এত অর্জন এর আগে কখনোই করতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৩৪৯ রান তোলার পর আরেকটি অর্জনের অপেক্ষায় ছিল ভক্ত-সমর্থকরা। আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামলে সবচেয়ে বড় ব্যবধানের জয়টাও হয়তো পাওয়া হয়ে যেত। বৃষ্টি তা হতে দেয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়াতে ব্যাট করার সুযোগ পায়নি আইরিশরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ৭০ রানের ঝলমলে ইনিংস খেলা লিটন দাস। বৃষ্টি প্রসঙ্গে লিটন বলেন, ‘ম্যাচ হলে অবশ্যই ভালো লাগতো। কিন্তু বৃষ্টির ওপর তো আর কারও নিয়ন্ত্রণ নেই। তবে আমরা উপভোগ করছি সিরিজটা। সবাই বেশ মজায় আছি।'
সংবাদ সম্মেলনে লিটনের চওড়া হাসিমুখ দেখে বোঝা গেল, প্রাপ্তির আনন্দের কাছে বাকি সব তুচ্ছ। তিনিও করেছেন একটি রেকর্ড, ছুঁয়েছেন দুই হাজার রানের মাইলফলক। যে ম্যাচে এত প্রাপ্তি, সেখানে মন খারাপ করার প্রশ্নই ওঠে না।