মন্থর ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে তাই দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া বিকল্প নেই। সেই লক্ষ্যে আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার এনামুল হক বিজয় ও তামিম ইকবালের ব্যাটে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। হাফসেঞ্চুরি করেই বিদায় নিয়েছেন তামিম। অধিনায়কের পর রানআউট হয় বিদায় নিয়েছেন এনামুল হক বিজয় (২০)।
সেই ধাক্কা সামলে অবশ্য থিতু হন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু থিতু হয়ে তারাও ফিরলেন সাজঘরে।
এই সফরে আগের সবগুলো ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হলো না। টস জিতে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
সিরিজের প্রথম ওয়ানডেতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। সেই সঙ্গে যোগ হয়েছে দলের মূল পারফর্মার লিটন দাসকে হারানোর হতাশা। পেশীর চোটে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই ব্যাটারকে।
ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিকই ছিল। সিরিজ বাঁচানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের দল।
এই ম্যাচের একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। ওপেনিংয়ে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবেন শান্ত। আর বোলিংয়ে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে হাসান মাহমুদকে। আর মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে এসেছেন তাইজুল ইসলাম।
অন্যদিকে জিম্বাবুয়ে এই ম্যাচে তাদের একাদশে ৫ পরিবর্তন এনেছে। আজ ওয়ানডে অভিষেক হয়েছে ব্র্যাডলি এভান্স ও টনি মুনিয়োঙ্গার।