মন্থর ব্যাটিংয়ে প্রথম হাফসেঞ্চুরির স্বাদ পেলেন শান্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো ট্রল উপেক্ষা করে বিপিএলে আলো ছড়িয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে সমালোচকদের দিয়েছিলেন কড়া জবাব। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলের জার্সিতেও। ফের হেসেছে শান্তর ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।
অবশ্য প্রথম হাফসেঞ্চুরি এলো বেশ মন্থর ব্যাটিংয়ে। ইংলিশ বোলারদের গতি সামলে ৫০ এর দেখা পেতে শান্তকে খেলতে হয়েছে ৬৭ বল।
আজ বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও বড় জুটি গড়তে ব্যর্থ দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। দলীয় ৩৩ রানে লিটন ও ৫১ রানে তামিম বিদায় নিলে হোঁচট খায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে ফিরে যান অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব-মুশফিক।
তবে একে একে সবাই ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন শান্ত। ৬৭ বলে তুলে নেন ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি। যদিও অর্ধশতক পূরণ করে বেশিক্ষন ক্রিজে টিকতে পারেননি শান্ত। বিদায় নেন ৮২ বল খেলে ৫৮ রানে। যা সাজানো ছিল ছয় বাউন্ডারি দিয়ে। এটাই ওয়ানডেতে শান্তর ব্যক্তিগত সবোর্চ্চ। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৮ রান।