মরুর বুকে এল ক্লাসিকোর মহারণ
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াই কেবল একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। এটি মর্যাদার, আবেগের, অনুভূতির। সেটি যদি হয় ফাইনাল ম্যাচ, তাহলে আগুনের ফুলকি বের হতে থাকে অনবরত। সেই উত্তাপ ছড়াতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তৈরি দুই দলের মহারণের জন্য। মহারণের আগে মাদ্রিদ শিবিরে চোটের প্রবণতা আছে। চোটের কারণে দলের সঙ্গে আসেননি ডেভিড আলবা, চুয়ামেনি, ওদ্রিজোলা। নতুন করে চোটগ্রস্ত হয়েছেন লুকাস ভাস্কুয়েজ। অপরদিকে পূর্ণ ফিট দলই পাচ্ছে বার্সেলোনা।
ফাইনালে ওঠার পথে সেমিতে রিয়াল ও বার্সা হারিয়েছে ভ্যালেন্সিয়া ও রিয়াল বেটিসকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সর্বশেষ এল ক্ল্যাসিকোতেও ৩-১ গোলে জিতেছিল লস ব্ল্যাংকোরা। কিন্তু, এল ক্লাসিকোতে পুরনো সমীকরণ খাটে না, তা জানে উভয় দলই। তাই মাঠে শুরু করতে হবে শূন্য থেকেই।
মৌসুমের প্রথম শিরোপা হাতছানি দিচ্ছে। রিয়ালের কাছে এটি একইভাবে শিরোপা ধরে রাখার লড়াই। কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘প্রতিটি শিরোপাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছুই আছে। ছেলে নির্ভার। ফাইনাল জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী।’
অন্যদিকে বার্সার কোচ হয়ে আসার পর এখনও ক্লাবকে শিরোপা উপহার দিতে পারেননি জাভি হার্নান্দেজ। তার সামনে আজ সুযোগ কাজে লাগানোর পালা। জাভি বলেন, ‘ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ লড়াইটা শিরোপার। এটি জিততে পারলে খুশি হব। মৌসুমের বাকি পথটা এগিয়ে যেতে আত্মবিশ্বাস জোগাবে।’