মাঠের বাইরের অদ্ভুত কাণ্ডে বিপাকে রিয়াল তারকা
এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে দুর্দান্ত জয়ের পরই হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বড় ব্যবধানে হেরেছে লা লিগার দল ভিয়ারিয়ালের বিপক্ষে। আর এমন হারে যতটা না আলোচনা হয়েছে, তার থেকে বেশি আলোচনা হয়েছে রিয়াল তারকা ভালবার্দের অখেলোয়াড়সুলভ কর্মকাণ্ডে।
গতকাল রোববার (১০ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৩-২ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। আর এই ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং এরিয়াতে ভিয়ারিয়াল উইঙ্গার অ্যালেক্স ভায়েনার মুখে সজোরে ঘুষি মেরে বসেন ভালবার্দে।
আর রিয়াল তারকার এমন আচরণে চুপ করে বসে থাকেননি ভায়েনা। অভিযোগ নিয়ে গেছেন থানায়। বিষয়টি নিশ্চিত করেছে ভিয়ারিয়াল কৃর্তপক্ষ। এক বিবৃতির মাধ্যমে ক্লাবটি জানিয়েছে, ‘সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে আমাদের খেলোয়াড় আলেক্স বায়েনা টিম বাসে ওঠার সময় হামলার শিকার হয়েছেন। এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর তিনি হামলাকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিয়ারিয়াল সব সময়ই সহিংসতা প্রত্যাখ্যান করে এসেছে। আমরা আমাদের খেলোয়াড়ের পাশেই আছি।’
অবশ্য ভালবার্দে-ভায়েনার মধ্যে এমন তিক্ততার সম্পর্কের শুরুটা চলতি বছরই। কোপা দেল রের ম্যাচে ৩-২ গোলে জয় পায় রিয়াল। সেই ম্যাচে ভালবার্দেকে উদ্দেশ্য করে ভায়েনা বাজে মন্তব্য করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। আর সেই প্রতিশোধ নিতেই এমন কান্ড ভালবার্দের বলে মনে করছেন নেটিজেনরা।