মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে তামিমের স্মরণীয় দিন
তামিম ইকবাল, দেশসেরা এই ব্যাটার ক্রিকেটের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করে থাকেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটালেন তামিম।
আজ সোমবার (১০ এপ্রিল) তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ওই স্ট্যাটাসে তামিম লেখেন, ‘ভালো কিছু করার ছোট্ট একটি চেষ্টায় এসেছিলাম মিরপুরে। যা ছিলো আমার জন্য স্মরণীয় একটি দিন। সেদিনের বাকী কথা জানাব খুব শীঘ্রই।’ সঙ্গে জুড়ে দেন মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে তার কাটানো স্মরণীয় মুহূর্তের কিছু ছবি।
পোস্ট করা ছবিগুলোতে তামিকে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায়। দেশসেরা ব্যাটারকে কাছে পেয়ে যেন আনন্দের শেষ নয় শিক্ষার্থীদের। তামিমকে জড়িয়ে ধরেও উল্লাস করতে দেখা যায় তাদের। এসময় তামিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবির টি-শার্ট।
মূলত, মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবির একটি প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে মিরপুরের একটি মাদ্রাসায় গিয়েছেন তামিম। ২০২২ সালে জুন থেকে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন তামিম। প্রতিষ্ঠানটির নানা প্রচারণনামূলক কার্যক্রমে প্রায়ই দেখা যায় দেশসেরা এই ব্যাটারকে।