মানসিকভাবে বিধ্বস্ত কোহলি এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি
লম্বা সময় ধরে ফর্মে নেই বিরাট কোহলি। পারফরম্যান্সের জন্য মাঠ এবং মাঠের বাইরে—সব জায়গাতেই সমালোচিত এই ভারতীয় তারকা। এত সমালোচনা আর ফর্মহীনতায় কোহলি নিজেও মানসিকভাবে বিধ্বস্ত। হতাশায় ক্যারিয়ারে প্রথমবার এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি সাবেক ভারতীয় অধিনায়ক।
২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই খেলেছেন কোহলি। এর পরে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নির্বাচকদের কাছে বিশ্রাম চেয়েছিলেন। ভারত কোহলিকে জিম্বাবুয়ে সফরেও বিশ্রাম দেয়। লম্বা সময় বিরতি নিয়ে অবশেষে এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরছেন কোহলি। মাঠে ফেরার আগে জানালেন বিরতির এই সময়টা কীভাবে কাটিয়েছেন তিনি।
স্টার স্পোর্টসে পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বলেছেন, ‘গত ১০ বছরের মধ্যে প্রথম বার আমি এক মাস আমার ব্যাট স্পর্শ করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন আমাকে বিরতি নিতে বলেছিল।’
এরপর ভারতীয় তারকা জানিয়েছেন, এই খারাপ সময় তাঁকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তাঁর ভাষায়, ‘আমাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখা হয়, যে মানসিক ভাবে খুব শক্তিশালী। কিন্তু প্রত্যেকেরই একটি সীমাবদ্ধতা আছে এবং আপনাকে সেই সীমাটি চিনতে হবে, অন্যথায় জিনিসগুলি আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে। এই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেটা আমি বুঝতে পারছিলাম না।’
এদিকে বিসিসিআইয়ের প্রকাশিত এক টিজারে কোহলি বলেছেন, ‘আমি এমন একজন ব্যক্তি যে জেগে উঠে বলে যে, আজ আমার জন্য কী আছে। দিনের প্রতিটা ক্ষেত্রে আমি অংশ নিয়ে থাকি। আমার সেই অংশ নেওয়াটাও আনন্দে ভরা থাকে। এটাই আমি সব সময় করি। লোকে আমাকে অনেক জিজ্ঞেস করে, তুমি কীভাবে এটা করো? কীভাবে এত ক্ষিপ্রতার সঙ্গে এ সব করো? আমি শুধু তাদের বলি যে, আমি খেলতে ভালোবাসি এবং আমি এই সত্যটিকে ভালোবাসি যে, প্রতিটি বলের জন্য আমার অবদান রাখার মতো অনেক কিছু আছে। আমি মাঠে আমার সমস্ত শক্তি দিয়ে দেব। আর এটি আমার কাছে কখনও অস্বাভাবিক মনে হয়নি।’