মানুষ কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে!
সাম্প্রতিক সময়ে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কহলির পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, চলমান আইপিএলেও খুবই বাজে খেলছেন তিনি। তাই ভারতীয় সাবেক অধিনায়কে নিয়ে চলছে সমালোচনা। পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারও তার কড়া সমালোচনা করেছেন। এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে তিনি দল থেকে বাদ পাড়তে পারেন বলেও সতর্ক করে দিয়েছেন সাবেক এই পেসার।
ক্রিকেট পাকিস্তানকে শোয়েব আখতার জানিয়েছেন, কোনো খেলোয়াড় যদি তাঁর পারফরম্যান্স দয়ে দলকে সহায়তা করতে না পারেন, তাহলে সমালোচনা হবেই।
এ ব্যাপারে শোয়েব বলেন, ‘আইপিএলে পারফর্ম করতে না পারলে কাউকে ছাড় দেওয়া হয় না। এমনকি বিরাট কোহলিও ছাড় না পেতে পারেন। তিনি যদি পারফর্ম করতে না পারেন তাহলে বাদ পড়তে পারেন। সে একজন ভালো মানুষ, একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমি চাই সে শুধু একটা জিনিসের দিকেই ফোকাস করুক। নিজেকে একজন সাধারণ খেলোয়াড় হিসাবে বিবেচনা করতে হবে। তারকা হওয়ার চাপকে দূরে রাখতে হবে। তাহলেই সাফল্য পাবে।’
পাকিস্তানের সাবেক এই পেসার আরও বলেন, ‘আপনার ব্যাট নিন, শুধু খেলুন। মানুষ ইতিমধ্যেই বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে। এটি বিপজ্জনক ব্যাপার।’
ভারত ও আপিএলের দল বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলি তাঁর ফর্ম নিয়ে লড়াই করছেন। এই বছরের আইপিএল সংস্করণে, কোহলি এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ২৬.৭৫ গড়ে মাত্র ১০৭ রান করেছেন।