মাশরাফীর দলে ফেরা প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে
২০১৫ সালে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দলকে ওয়ানডে সিরিজে হারিয়ে নতুন ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সে সময় মাশরাফী-হাথুরুসিংহে জুটিতে ওয়ানডেতে নিজেদের আলাদা অবস্থান তৈরি করে লাল-সবুজের দল। ৫ বছর পর ফের কোচিংয়ের দায়িত্বে ফিরলেন চন্ডিকা হাথুরুসিংহে, তবে নেই পুরনো শিষ্য মাশরাফী বিন মোর্ত্তজা। তাই প্রশ্ন গুরু হাথুরুসিংহের অধীনে ফের ফিরবে কি না শিষ্য মাশরাফী?
চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের শুরু হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে। এর আগে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন লঙ্কান কোচ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনা।
এর আগের মেয়াদে যখন বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে, তখন অধিনায়ক ছিলেন মাশরাফী। হাথুরুসিংহে থাকাকালীন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফী। গুঞ্জন ছিল টি-টোয়েন্টিতে মাশরাফীকে আর চাননি হাথুরুসিংহে। ২০১৭ সালের সেপ্টেম্বরে হাথুরুও বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব ছাড়েন।
এরপর মাশরাফী ২০২০ সালের পর ওয়ানডে ফরম্যাটে খেলেননি মাশরাফী। চোট আর বয়স পক্ষে কথা না বললেও মাঠে মাশরাফীর পারফরম্যান্স দুর্দান্ত। সদ্য সমাপ্ত বিপিএলে ৭.৬৭ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তাই হাথুরুর কাছে প্রশ্ন মাশরাফীকে নিয়ে কী ভাবনা তার?
সেখানে হাথুরুসিংহে মজা করে বলেন, ‘নির্বাচনের জন্য? আমার মনে হয়, সে (মাশরাফী) আর খেলার (আন্তর্জাতিক ক্রিকেটের) মধ্যে নেই।’
হাথুরু জানান, ছেড়ে গেলেও তিনি সবসময় বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করার চেষ্টা করেছেন। সবসময় খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেট তাঁর জন্য সবসময় একটা কোমল জায়গা ছিল।