মাহমুদউল্লাহকে ছাড়াই আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা
আয়ারল্যান্ড সিরিজে ২-১ জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হতে পারে, কথাগুলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর গণমাধ্যমে এমনটাই বলেছিলেন পাপন। বোর্ড প্রধানের এমন বক্তব্যের পরই আলোচনা শুরু হয়ে, কোন কোন ক্রিকেটারের নাম থাকতে পারে সেই বিশ্রামের তালিকায়। অবশেষে জানা গেল সেই নাম।
জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। আজ রোববার (১২ মার্চ) এক বিবৃতির মাধ্যমে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
ঘোষিত ১৬ সদস্যের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামের নাম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেও কেন দলে জায়গা পেলেন না তাইজুল, সেই কারণ অবশ্য জানা যায়নি। ঘোষিত দলে নতুন মুখ ক্রিকেটার জাকির হাসান। ফিরেছেন ইয়াসির আলি রাব্বি আর শরিফুল ইসলাম।
আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের মধ্যকার লড়াই। বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
ওয়ানডে লড়াই শেষে দুদল চলে যাবে চট্টগ্রামে। যেখানে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল ফিরে আসবে ঢাকায়। আগামী ৪-৮ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।