মাহমুদউল্লাহদের জরিমানা
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারছে না বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে লাল-সবুজের দল। অবশ্য প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করেছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হারের পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে মাহমুদউল্লাহদের।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশকে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আইসিসি।
গতকাল শুক্রবার ম্যাচটিতে পাকিস্তানের কাছে চার উইকেটে হারে বাংলাদেশ। কিন্তু ম্যাচটির নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় জরিমানা করা হয়েছে স্বাগতিক বাংলাদেশকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।
ম্যাচ শেষে রেফারি নাইমুর রশিদের কাছে নিজেদের ভুল স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান গড়ে বাংলাদেশ। ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।