মাহমুদুল্লাহ প্রসঙ্গে কেন বিরক্ত হলেন নির্বাচক আব্দুর রাজ্জাক?
এর আগেও দল থেকে বাদ পড়ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরেও এসেছেন। দল থেকে খেলোয়াড়দের বাদ পড়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু মাহমুদুল্লাহর এই বাদ পড়াকে সহজভাবে নিতে পারছে না কেউ। বারবার ঘুরেফিরে আসছে তার প্রসঙ্গ। আজ রোববার (২ এপ্রিল) আরও একবার উঠে এলো সেটি। এবার একই বিষয়ে কথা বললেন বিসিবির অন্যতম একজন নির্বাচক জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক হাবিবুল বাশার—সবাই বলেছেন, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভাবছে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অনেককে খেলানো হবে, অনেককে বিশ্রাম দেওয়া হবে। রাজ্জাকের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে শেষ হবে মাহমুদুল্লাহর এই বিশ্রাম?
কিছুটা বিরক্তি নিয়েই রাজ্জাক বললেন, ‘এটাকে অত সিরিয়াস পর্যায়ে নেওয়ার কিছু নেই। সে আমাদের কাছে যেমন ছিল, তেমনই আছে। কিন্তু এটা হঠাৎ করে খুব বড় ইস্যু হয়ে গেছে। একটা দলের স্বাভাবিক বিষয় হলো যারা ভালো খেলবে তারাই দলে থাকবে।’
মাহমুদুল্লাহর দলের বাইরে থাকাটা বিশ্বকাপের অংশ, তা আরও একবার পরিষ্কার করলেন রাজ্জাকও। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘ধরেন বিশ্বকাপের আগে সাকিব-মাহমুদুল্লাহ বা ২/৩ জন খেলোয়াড় চোটে পড়লে তখন একেবারে অনভিজ্ঞ কাউকে খেলানো কি যৌক্তিক হবে?’
মাহমুদুল্লাহকে নিয়ে নির্বাচকরা কোনো ধোঁয়াশা না রেখেই এগিয়ে চলছেন নিজেদের পরিকল্পনাকে সামনে রেখে। বিশ্বকাপের আগ পর্যন্ত এই পর্যবেক্ষণ পর্বটা চালু রাখবে বাংলাদেশ, তা নিশ্চিত করেই বলা যায়। মাহমুদুল্লাহর ভাগ্যও ততদিন দুলবে পেন্ডুলামের মতো।