মা-সন্তানেরা হাসপাতালে ভর্তি, সাকিবের খেলা নিয়ে শঙ্কা
বাংলাদেশ দলের সঙ্গে এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন সাকিব আল হাসান। এমন সময়েই তাঁর পরিবারে চলছে বড় দুঃসময়। একই সঙ্গে তাঁর পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে ও ছেলে হাসপাতালে। এ অবস্থায় পুরো সফরে সাকিব খেলতে পারবেন কি না, এ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।
অনেক আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন সাকিবের মা। তবে, হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অসুস্থ হয়েছে সাকিবের তিন সন্তান—আলাইনা হাসান অব্রি, ইরাম হাসান এবং একমাত্র ছেলে আইজাহ। বড় মেয়ে আলাইনার জ্বর হয়েছে। আর, ছোট দুই সন্তান ভুগছে নিউমোনিয়ায়। তিন জনকেই নেওয়া হয়েছে হাসপাতালে।
এ ছাড়া সাকিবের শাশুড়ি অনেকদিন ধরে ক্যানসারে ভুগছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
এ কঠিন মুহূর্তে সাকিব চাইলে দেশে ফিরে আসতে পারেন, বিসিবি তাতে বাধা দেবে না। এ সময়ে বিসিবি তাঁকে সমর্থন দেবেন বলেই গণমাধ্যমকে জানিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার। তবে, সাকিব নিজে এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। দক্ষিণ আফ্রিকা থেকেই পরিবারের খবর নিচ্ছেন সাকিব। আজ সোমবার পরিবারের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন ঢাকায় ফিরবেন কি না সাকিব।
দক্ষিণ আফ্রিকায় চলমান সফরে এরই মধ্যে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে হবে ২৩ মার্চ। এরপর কয়েকদিন বিরতি দিয়ে ৩১ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল। আর, দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৮ থেকে ১২ এপ্রিল।