মিজানুরের ব্যাটে প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি
১১তম রাউন্ডে এসে প্রথম সেঞ্চুরি দেখল ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। চলতি আসরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেলেন মিজানুর।
আজ বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে মাত্র ৬৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন মিজানুর। তাঁর শতরানের ইনিংসটিতে ছিল ১৩টি বাউন্ডারি ও তিনটি ছক্কা।
এদিন পুরো দলের ইনিংস একাই টেনেছেন মিজানুর। ইনিংসের শুরুতেই ওপেনার জসিমউদ্দিনকে হারানোর পর জাহিদুজ্জামনকে নিয়ে হাল ধরেন তিনি। কিন্তু ৩৪ বল খেলে ২৫ রানে ফিরে যান জাহিদুজ্জামানও। তাই মিজানুরের সেঞ্চুরির পরও সুবিধাজনক অবস্থানে নেই ব্রাদার্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ব্রাদার্সের সংগ্রহ ১৩৩ রান। মিজানুরের সঙ্গে আলাউদ্দিন বাবু ক্রিজে আছেন শূন্য রানে। এখন বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা।
মিজানুলের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল (তিনটি), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (দুটি), পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাইম শেখ।