মিরাজ-জহুরুলের ব্যাটে রূপগঞ্জকে হারাল খেলাঘর
দলের তৃতীয় ম্যাচেও নিজেদের মেলে ধরতে পারেননি লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড়েরা। ঢাকা প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও জহুরুল অমির ব্যাটে চড়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। চলতি লিগে এটিই খেলাঘরের প্রথম জয়।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জকে সাত উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জহুরুল অমি। চলতি লিগে তিন ম্যাচ খেলে প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে এক পয়েন্ট পায় রূপগঞ্জ। বাকি দুটিতেই হেরেছে রূপগঞ্জ।
আজ আগে ব্যাট করতে নেমে আল-আমিনের প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৩৮ সংগ্রহ করে রূপগঞ্জ। ৪২ বলে ৫১ রান করেন আল-আমিন। ২১ বলে ২৮ রান করেন আজমির। জ্বলে উঠতে পারেননি সাব্বির রহমানও। ২১ বলে ২৩ রান করেন তিনি। বাকিরা ব্যর্থ হয়েছেন।
সহজ লক্ষ্যের জবাব দিতে নেমে ১৯.৩ ওভারেই জয় তুলে নেয় খেলাঘর। ৩ উইকেটে ১৪০ রান করে দলটি। ৪৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৪ রান করেন মিরাজ। ৪৪ বলে তিনটি করে চার ও ছয়ে ৫৩ রান করেন জহুরুল। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি খেলাঘরের।
সংক্ষিপ্ত স্কোর :
রূপগঞ্জ : ২০ ওভারে ১৩৮/৫ (সাদমান ৮, আজমির ২৮, নাঈম ০, আল আমিন ৫১, জাকের ১৯*, মুক্তার ০*; মিরাজ ৪-০-২০-১, ইফরান ৪-০-২৬-০, খালেদ ৪-০-২৫-১, টিপু ৩-০-১৮-০, মাসুম ৪-১-৩৪-২, রিশাদ ১-০-৮-১)।
খেলাঘর : ১৯.৩ ওভারে ১৪০/৩ (ইমতিয়াজ ৯, সাদিকুর ৯, মিরাজ ৫৪, জহুরুল ৫৩*, সালমান ৭*; নাবিল ৪-০-২৫-০, সোহাগ ১.৩-০-১৯-০, সানজামুল ৪-০-৩১-১, শহিদ ৪-০-২৬-১, মুক্তার ৪-০-২২-১, সাব্বির ২-০-১৬-০)
ফল : খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জহুরুল ইসলাম।