মুখোমুখি দেখা হলো না লিটন-মুস্তাফিজের
চলতি আইপিএলে সুযোগ পেয়েছেন দুইজন বাংলাদেশি তারকা। দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান ও কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান। দিল্লি ও কলকাতার ম্যাচের আগে বাঙালি সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকতো মুস্তাফিজ ও লিটনকে একাদশে দেখার।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মুখোমুখি হয় দিল্লি ও কলকাতা। সবার চোখ ছিল এক জায়গায়। দেখা হচ্ছে কি দুই বাংলাদেশি তারকার? কিন্তু কলকাতায় লিটনের অভিষেক হয়ে গেলেও দিল্লির একাদশ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ।
আসরে এখন পর্যন্ত সবচেয়ে ব্যর্থ দল দিল্লি। হেরেছে ৫ ম্যাচের সবকটিতে। মুস্তাফিজ ২ ম্যাচ খেললেও দিল্লির মতো তিনিও বল হাতে ব্যর্থ। আজ তাই কলকাতার বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে। অন্যদিকে, কলকাতার নিয়মিত উইকেটরক্ষক ও ওপেনার রহমতউল্লাহ গুরবাজের ব্যাট টানা ব্যর্থ হওয়ায় সুযোগ পেয়েছেন লিটন। যদিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। আউট হয়েছেন ৪ বলে ৪ রান করে।
কলকতার জার্সিতে লিটনকে দেখার অপেক্ষা ফুরালেও মুস্তাফিজ-লিটনের মুখোমুখি দ্বৈরথে দেখা হলো না ভক্তদের। সর্বশেষ ম্যাচে হারের মুখ দেখেছে দুই দলই। আজ তাই শেষ হাসি কারা হাসে তা দেখার পালা।