মুম্বাইকে হারিয়ে চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়
আইপিএলে শনিবার (৮ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। হার দিয়ে আসর শুরু করা মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বদলেনি দ্বিতীয় ম্যাচেও। রোহিত শর্মার মুম্বাইকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে মুম্বাই। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে লক্ষ্যে পৌঁছায় চেন্নাই।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ধোনি। আগে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা ভালোভাবেই করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ। ৪ ওভারে ৩৮ রানের জুটি ভাঙেন তুষার দেশপান্ডে। ১৩ বলে ২১ রান করা রোহিতকে বোল্ড করে সাজঘরে ফেরান। দলীয় ৬৪ রানে ২১ বলে ৩২ করা কিষাণকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে মুম্বাই। ৬৪ রানে ১ উইকেট থেকে চোখের পলকে ৭৬ রানে নেই ৫ উইকেট। মাঝপথের এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি মুম্বাই।
তিলক ভার্মা (২২), টিম ডেভিড (৩১) ও ঋত্বিক শোকিন (১৮) ছোট ছোট ইনিংসে স্কোরবোর্ড মেরামতের চেষ্টা করেন। তবে চেন্নাইয়ের বোলারদের সামনে সুবিধা করে উঠতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের মামুলি সংগ্রহ পায় মুম্বাই।
চেন্নাইয়ের পক্ষে ২০ রান দিয়ে জাদেজা নেন ৩ উইকেট। ২ টি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও তুষার দেশপান্ডে।
১৫৮ রান খুব বড় লক্ষ্য নয়। কিন্তু প্রথম ওভারের চতুর্থ বলেই চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়েকে শূন্য রানে বোল্ড করেন জেসন বেহরেনডর্ফ। ইঙ্গিত দেন এত সহজে হাল ছাড়বে না মুম্বাই। তবে আরেক ওপেনার রুতুরাজ গাইকোয়াড় ও অজিঙ্কা রাহানে মিলে দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে ম্যাচ থেকে ছিটকে দেন মুম্বাইকে। ২৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে পিযুশ চাওলার বলে আউট হওয়ার আগে চেন্নাইয়ের জয়ের রাস্তা পরিস্কার করে যান রাহানে।
বাকিটা পথ টেনে নেন রুতুরাজ। দেখেশুনে খেলেন ৩৬ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস। তাকে সঙ্গ দেন শিভাম দুবে (২৮), আম্বাতি রাইডু (২০*)। তাতে ১৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ জয়ের দেখা পায় চেন্নাই।
মুম্বাইয়ের পক্ষে বেহেনডর্ফ, পিযুশ চাওলা ও কুমার কার্থিকেয়া পান ১ টি করে উইকেট।
আসরে দুই ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখল না আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে গুজরাটের বিপক্ষে হার দিয়ে এবারের আসর শুরু করলেও পরের দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস।