মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও একাদশে নেই লিটন
নিজেকের দুর্ভাগা ভাবতেই পারেন ওপেনার লিটন কুমার দাস। অনেক আশা নিয়ে খেলতে গিয়েছেন নিজের প্রথম আইপিএলে। তবে দলে যোগ দেওয়ার পর ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটার। সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে ম্যাচের পর ম্যাচ।
আজ রোববার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রোহিত শর্মার বদলে মুম্বাইয়ের অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদব। রোহিত পেটের পীড়ার কারণে আজকের ম্যাচ খেলতে পারছেন না।
আজও কলকাতা একাদশে জায়গা হয়নি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। আগের ম্যাচে ডাক মারলেও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রহমানুল্লাহ গুরবাজের ওপরই ভরসা রেখেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে শচিনপুত্র অর্জুন টেন্ডুলকারের।
কলকাতা নাইট রাইডার্স: রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশসেন, নিতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স: ইশান কিশান, ক্যামেরুন গ্রিন, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকেন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, রাইলি মেরেডিথ।